কুরআন হাদিস এর কথা

বাংলা হাদিসের প্রজেক্টসমূহকে সহযোগিতা করুন। এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত এবং কোন দল/সংগঠনের অন্তর্ভুক্ত নয়, আপনাদের সহযোগিতা দ্বীনের এই কাজকে আরও ত্বরান্বিত করবে ইন-শা-আল্লাহ।

Wednesday, April 4, 2018

উইন্ডোজ ৭, ৮ ও ৮.১ এর জন্য "বস ইউএসবি পাইছে" সফটওয়্যার ডাউনলোড !

সকল উইন্ডোজের জন্য বাংলা সিস্টেম সাউন্ড ইন্সটলার (বস ইউএসবি পাইছে সফটওয়্যার - Boss USB Paiche software) ডাউনলোড !


মানুষ সবসময়ই ভিন্নধর্মী কিছু পছন্দ করে । তাই অনেকেই চান, বিভিন্ন কাজ করার নিজের কম্পিউটার বাংলায় কথা বলে উঠুক ! হ্যাঁ, এটাও সম্ভব । আপনি ইচ্ছে করলে আপনার নিজের কথাও শুনতে পারেন ! সে জন্য অবশ্য কিছু প্রসেস আছে । যাইহোক, সেটি নিয়ে আর আলোচনা না করি, ওটা নিয়ে আলোচনা করতে গেলে হয়ত আসল জিনিসই উপস্থাপন করার সময় পাওয়া যাবে না !

"বস ইউএসবি পাইছে" এই ব্যাপারটা মূলত বাংলায় রেকর্ড করা কিছু Audio ক্লিপ দিয়ে সিস্টেম সাউন্ড চেঞ্জ করার কৌশল । তবে Windows VISTA, 7, 8, 8.1 এ অপারেটিং সিস্টেমের নিরাপত্তাজনিত কারণে আপনি নরমালি এটি করতে পারবেন না, কারণ এটি করতে গেলে আপনাকে Trustedinstaller এর পারমিশন লাগবে । তবে আমার তৈরি করা Bangla System Sound v1.1 ব্যবহার করে আপনি শুধুমাত্র কয়েকটা ক্লিক করেই মুহূর্তের মাঝেই কাজটি সেরে ফেলতে পারবেন, আপনাকে Trustedinstaller এর পারমিশন নিয়ে ভাবতে হবে না ! এটা ইন্সটল করার জন্য প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । এরপরে RAR ফাইলটি WinRAR (এই লিঙ্কে ফুল ভার্শন WinRAR পাবেন) বা অন্য যে কোন Archive Manager সফটওয়্যার দিয়ে Extract  করে নিন । এরপরে Bangla System Sound v1.1 Installer.exe ফাইলটি রান করুন এবং পাসওয়ার্ড দিন । তাহলেই ইন্সটল হয়ে যাবে ! এখন কম্পিউটারে কোন USB Drive সংযুক্ত করলেই শুনতে পাবেন, "বস, ইউএসবি পাইছে, ভাইরাস চেক করেন" । আবার রিসাইকেল বিন খালি করলে শুনতে পারবেন "বস, আমাকে ডিলেক্ট করলেন ?" (আসল উচ্চারণ হবে "ডিলিট", ডিলেক্ট নয়) । আবার কম্পিউটার চালু বা বন্ধ করার সময়ও বাংলায় কথা শুনতে পাবেন । তা ছাড়া আরও কিছু কিছু ক্ষেত্রে বাংলায় কথা শুনতে পাবেন ।

তবে ঐ কথাগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে "বস" বলে সম্বোধন ! কিন্তু অনেকে উইন্ডোজ ৭, ৮, ৮.১ ব্যবহারকারীরদের অনুরোধের কারনেই মূলত এটি তৈরি করা । হয়ত এটি উইন্ডোজ ১০ এও কাজ করবে । তবে পরবর্তীতে সময় পেলে সকল সিস্টেম সাউন্ড ফিমেল ভয়েসে চেঞ্জ করার জন্য Bangla System Sound (বাংলা সিস্টেম সাউন্ড) এর আরেকটা ভার্শন (ফিমেল ভার্শন) বের করার ইচ্ছে আছে । তবে ফিমেল ভার্শন অবশ্যই মার্জিত ভাষায় হবে এবং স্টার্টআপ ও শাটডাউন সাউন্ড হিসেবে থাকবে খুব সুন্দর একটা শর্ট মিউজিক ।
 (বিশেষ দ্রষ্টব্যঃ Bangla System Sound v1.1 আনইন্সটল করার ব্যবস্থা নেই)

Download Links

Bangla System Sound v1.1 (For Windows VISTA, 7, 8 & 8.1) - (2.5 MB)

Bangla System Sound  for Windows XP (2.9 MB )

No comments:

Post a Comment